শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

আজমিরীগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের আজমিরীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে পরিচালিত এ অভিযানে মূল্য তালিকা না রাখা এবং ইঁদুরে কাটা পণ্য বিক্রি করার অপরাধে বাজারের ভুইয়া মার্কেটের বিকাশ চন্দ্র মোদককে ৪ হাজার টাকা এবং প্রতি কেজি পেঁয়াজের মূল্য ১২৫ টাকা রাখার কারণে অধীর স্টোরকে আরো এক হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, এদিন পেঁয়াজের প্রকৃত মূল্য ছিল ১০৫-১১০ টাকা। এছাড়াও ময়লার ড্রেনের পাশে খাদ্য দ্রব্য প্রস্তুত করার অপরাধে শাহী রেস্টুরেন্টকে ৪ হাজার টাকা এবং অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার বিক্রির অপরাধে তিন্নি রেস্টুরেন্টকে আরো ১ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এএসআই রেজার নেতৃতে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি টিম।

এসময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। বাজার স্থিতিশীল রাখারা স্বার্থে প্রতিদিন এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com