শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন

বাহুবলে খুরশেদা হেকিম শিক্ষাবৃত্তি পরীক্ষা অনু্ষ্ঠিত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে ৭ম খুরশেদা হেকিম শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০১৯  অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সকালে সানশাইন প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৪৭ টি স্কুল থেকে ২৯৭ জন শিক্ষার্থী উক্ত পরীক্ষায় অংশগ্রহন করেছে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাহুবল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নূর, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি নিরঞ্জন সাহা নিরু, লামাতাসী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, আলিফ সোবহান সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান রতন চন্দ্র দেব, মিরপুর এফএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, আদর্শ বিদ্যানিকেতন ভুলকোটের প্রধান শিক্ষক মানিক মিয়া, খইরুন্নেছা-লতিফ প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের পরিচালক সাইফুর রহমান জুয়েল, কিশলয় জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক জামাল আহমেদ, বাহুবল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাস্টার মখলিছুর রহমান, পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পঙ্কজ কান্তি গোপ টিটু, ফতেহপুর প্রি-ক্যাডেট কমপ্লেক্সের পরিচালক শফিকুল হক তালুকদার, পাঁচগ্রাম নেতা ফয়সল আহমদ প্রমুখ।

পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন হরেন্দ্র কুমার দাস, সহকারি পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন আব্দুল হক ও কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সানশাইন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের অধ্যক্ষ রনধীর চক্রবর্তী।

এছাড়া পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রে উপস্থিত ছিলেন খুরশেদা হেকিম ফাউন্ডেশনের সভাপতি এম. শামছুদ্দিন ও সদস্য সচিব এহতেরামুল হক সোহাগ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com