রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ২০১৯ সালের বিপিএলকে নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। এই আসরে থাকছে না কোনো ফ্র্যাঞ্চাইজি। বিসিবির তত্ত্বাবধানে আয়োজিত বিপিএলের এবারের আসরে সাত দলের মধ্যে পাঁচটির স্পন্সর হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানকে যুক্ত করলেও বাকি দুই দলের স্পন্সর হিসেবে থাকবে বিসিবি নিজেরাই।
আগে নানা গুঞ্জন শুনা গেলেও শনিবার (১৬ অক্টোবর) চূড়ান্ত হয়েছে বিপিএলের সাত দলের নাম। রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত বিপিএলের লোগো উন্মোচন অনুষ্ঠানে ঘোষণা করা হয় দলগুলোর নাম।
দলগুলো হচ্ছে:
১. ঢাকা প্লাটুন
২. চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
৩. প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স
৪. সিলেট থান্ডার্স
৫. রংপুর রেঞ্জার্স
৬. রাজশাহী রয়্যালস
৭. কুমিল্লা ওয়ারিয়র্স