শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ৩ কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাহুবলে স্মার্ট এনআইডি কার্ড বিতরণের জন্য জনবল নিয়োগ বিজ্ঞপ্তি বাহুবলে দুই মাস ধরে নিখোঁজ রবিউলের সন্ধান চায় পরিবার যে কারণে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেয় সোহাগ ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার পিএসসির প্রশ্নফাঁস: দায় স্বীকার করে ৭ জনের জবানবন্দি, ১০ জন কারাগারে দেশের সম্পদ বেচে মুজিবের মেয়ে ক্ষমতায় আসে না: প্রধানমন্ত্রী ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, প্রতিবাদে বাহুবলে মানববন্ধন

বানিয়াচংয়ে সায়েম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং থেকে : বানিয়াচংয়ে ছুরিকাঘাতে নিহত আলোচিত কলেজ ছাত্র সায়েম আহমেদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নিহত সায়েমের সহপাঠীরা। শনিবার (০১ ডিসেম্বর)  সকাল সাড়ে দশটায় বিক্ষোভ মিছিলটি বানিয়াচং বড়বাজারস্থ শহীদ মিনারের সামন থেকে শুরু হয়ে জনাব আলী সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়। পরে কলেজ গেইটের সামনে মানববন্ধন পালন করে তারা। মানববন্ধনে নিহত সায়েমের দীর্ঘদিনের বন্ধ-বান্ধব,এলাকাবাসী,কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহন করেন। জনাব আলী সরকারি কলেজের অধ্যক্ষ সাফিউজ্জামান খানের সভাপতিত্বে ও শিক্ষার্থী মিথুন হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন জনাব আলী সরকারি কলেজের প্রভাষক মোফাজ্জল হোসেন,মাহমুদ মিয়া,নিজাম উদ্দিন প্রমুখ। বক্তারা সায়েম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। মানববন্ধন শেষে পুনরায় মিছিল সহকারে উপজেলা নির্বাহী অফিসার ও বানিয়াচং থানার ওসির কাছে গিয়ে সায়েম হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য স্বারকলিপি প্রদান করেন।

উল্লেখ, গত বুধবার রাত নয়টার দিকে ইমারত নামের একটি যুবসংঘের টাকার হিসাব নিয়ে দ্বন্ধের জেরে সায়েম আহমেদকে ছুরিকাঘাতে জখম করে ওই সমিতির অপর সদস্য নজরুল আলী। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে কলেজ ছাত্র সায়েম আহমেদ মৃত্যুবরণ করে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। নিহত সায়েম বানিয়াচং সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের জামালপুর মহল্লার রমুজ আলীর পুত্র। গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন পুলিশ সন্দেহমুলক ভাবে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতরা হলো-মোতাহের মিয়া,মোবাশ্বিও ও আব্দুর রশিদ। নিহত সায়েম আহমেদ স্থানীয় জনাব আলী সরকারি কলেজের বানিজ্য বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্র।

এ ঘটনায় নিহতের মা আমিনা বেগম ২০ জনের নাম উল্লেখ করে বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করেছেন। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক মামলার সত্যতা স্বীকার করে জানান,আসামির ধরতে বিভিন্ন জায়গায় পুলিশের অভিযান অব্যাহত আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com