শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা ৩০ জুন পর্যন্ত শিথিল

তরফ নিউজ ডেস্ক : জাতীয় সংসদে পাস হওয়া সড়ক পরিবহন আইন ২০১৮ এর কয়েকটি ধারা আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকরের ক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে। বিআরটিএ কর্তৃক গাড়ির ফিটনেস, ট্যাক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্স প্রদান নিশ্চিত করার পর এ আইনের পুরোপুরি বাস্তবায়ন শুরু হবে। এছাড়া এ আইনের কয়েকটি ধারার অসঙ্গতি দূর করার বিষয়ে চার মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে চারটি সাব-কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী দুই মাস পরে রিপোর্ট পেশ করবে।

আজ রোববার (২৪ নভেম্বর) বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা ফেরাতে গঠিত জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের প্রথম বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব কামাল উদ্দীন আহমেদ, আইজিপি ড. মোহাম্মদ জবাদ পাটোয়ারী, পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ ও নিরাপদ সড়ক চাই চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com