সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শ্রীমঙ্গলে অস্ত্রসহ চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টায় শ্রীমঙ্গলের উত্তর উত্তরসূর হোটেল পর্যটন নিবাস অফিস রুম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শ্রীমঙ্গলের দক্ষিণ উত্তরসূরের মৃত শফিকুর রহমানের ছেলে ছাদিকুর রহমান (২০), উলুয়াইল এলাকার ছানাউর আলমের ছেলে সালেহ আহমদ (২১), মৌলভীবাজার সদরের বিরাইমবাদ গ্রামের আবু তাহেরের ছেলে ছয়ফুল মিয়া (২০) এবং শ্রীমঙ্গলের উত্তরসূর এলাকার আবদুস সাত্তারের ছেলে জুয়েল আহমদ (২৪)।
এ সময় তাদের কাছ থেকে একটি পুরাতন রিভলবার, খেলনা পিস্তল এবং একটি সিলভার কালারের প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ ১২-০০০৬) উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) সোহেল রানা বলেন, আসামিদের বিরুদ্ধে থানার এসআই দোলোয়ার হোসেন বাদী হয়ে থানায় অস্ত্র আইনে মামলা (মামলা নং-৪) দায়ের করেছেন।