রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : মনোনয়ন বাতিল হওয়ার পর তা ফিরে পাওয়ার প্রত্যয় ব্যক্ত করে জাতীয় ঐক্যফ্রন্টের আলোচিত প্রার্থী ড. রেজা কিবরিয়া বলেছেন, ইনশাআল্লাহ, আগামীকালই (সোমবার) মনোনয়নের বৈধতা ফিরে পাব। রোববার তিনি মনোনয়ন পুনরুদ্ধারের বিষয়ে একথা বলেন।
নির্বাচনের আগে হঠাৎ দলবদলে আলোচনায় প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া। কিন্তু তার মনোনয়ন বাতিল হওয়ায় আলোচনার মাত্রা আরও বাড়িয়েছে।
রেজা কিবরিয়া বলেন, আমার মনোনয়নপত্র বাতিলের কারণটি খুবই নগণ্য। আশা করি সোমবারের মধ্যেই আমার প্রার্থীতা নিশ্চিত করতে পারব।
হবিগঞ্জ-১ আসন (বাহুবল-নবীগঞ্জ) আসনে গণফোরামের এমপি প্রার্থী ড. রেজা কিবরিয়া সঙ্গে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
রোববার সকালে হবিগঞ্জের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ রেজার মনোনয়নপত্র বাতিল করেন। হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল জানান, ঋণ খেলাপির অভিযোগে রেজা কিবরিয়ার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। সিটি ব্যাংক ক্রেডিট কার্ড ডিভিশন এবং ঢাকা ব্যাংক থেকে পরিপ্রেরিত অভিযোগের ভিত্তিতে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
২৮ নভেম্বর গণফোরাম থেকে মনোনয়নপত্র দাখিল করেন প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া। তার প্রার্থীতা নিয়েই হবিগঞ্জে ছিল ব্যাপক আলোচনা।