সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপেজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুয়েল মিয়া (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) রাত ৯টায় উপজেলার কাজিরগাও গ্রামে এ ঘটনা ঘটে।

রুয়েল মিয়া উপজেলার কাজিরগাও গ্রামের সাহেব আলীর ছেলে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির ছাত্র।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিজ বাড়িতে মোবাইল চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় রুয়েল। এ সময় পরিবারের লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল খান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। রোববার রাতেই স্কুলছাত্র রুয়েলের দাফন সম্পন্ন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com