মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক : নেপালে চলমান ১৩তম সাউথ এশিয়ান (এসএ) গেমসের আরচারি ইভেন্টে সবক’টি স্বর্ণপদক জয় করেছে বাংলাদেশ। মোট ১০টির মধ্যে ১০টি স্বর্ণপদক জিতে অনন্য এক রেকর্ড গড়লেন বাংলাদেশের আরচাররা।
গেমস শুরুর আগেই আরচারি ফেডারেশন তথা আরচারদের প্রতিশ্রুতি ছিল ইভেন্টের সবক’টি স্বর্ণপদক জয়ের। শেষ পর্যন্ত প্রতিশ্রুতি রেখেছেন রোমান সানারা।
গতকাল রোববার অনুষ্ঠিত ছয়টি ইভেন্টের স্বর্ণপদক জয় করেছিল বাংলাদেশ। বাকি চারটি স্বর্ণ আজ নিজেদের করে নিয়েছেন লাল সবুজের আরচাররা।
আজ কম্পাউন্ড এককে পুরুষ বিভাগে মোহাম্মদ সোহেল রানা ও মেয়েদের বিভাগে সোমা বিশ্বাস। রিকার্ভ এককে পুরুষ ও মেয়েদের বিভাগে স্বর্ণপদক জিতেছেন যথাক্রমে ইতি খাতুন এবং রোমান সানা।
মেয়েদের রিকার্ভ এককের ফাইনাল ভুটানকে পরাজিত করেন ইতি। একই প্রতিপক্ষকে হারিয়ে পুরুষ রিকার্ভ এককে জিতেছেন রোমান সানা।