শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০২:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের দিরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বন্দুকের গুলিতে একজন নিহত হয়েছেন। এ সময় ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জগদল ইউনিয়নের কালধর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালধর গ্রামের ফারুক মিয়া ও মরম আলীর লোকজনের মধ্যে পতিত জায়গা নিয়ে বহুদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে রোববার মরম আলীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ফারুক মিয়ার লোকজনের উপর হামলা চালালে ফারুক মিয়ার পক্ষের লোকজন পাল্টা গুলি করলে প্রতিপক্ষের বন্দুকের গুলিতে গুরুতর আহত আমির উদ্দিন (৪৫) কে দিরাই হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে গুলিবিদ্ধ এলাছ মিয়া (৫২), সাদ মিয়া (২৮), শহীদ মিয়া (৩৬), চন্দন মিয়া (৩০), মিলন মিয়া (৩০), করম আলী (৫০), বিলাল মিয়া (২৯), জাকারিয়া (২৬), কলিয়ার কাপন গ্রামের সালিশ দেলোয়ার হোসেন (৩০), রাজেল (৩০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লিটন মিয়া (২৬) জুয়েল (১৮) কুতুব উদ্দিন (৩০) মারজান (১৭) কে দিরাই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দিরাই থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম বলেন, নিহত আমির উদ্দিনের লাশ দিরাই হাসপাতাল থেকে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ফারুক আলীকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।