শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ৩ কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাহুবলে স্মার্ট এনআইডি কার্ড বিতরণের জন্য জনবল নিয়োগ বিজ্ঞপ্তি বাহুবলে দুই মাস ধরে নিখোঁজ রবিউলের সন্ধান চায় পরিবার যে কারণে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেয় সোহাগ ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার পিএসসির প্রশ্নফাঁস: দায় স্বীকার করে ৭ জনের জবানবন্দি, ১০ জন কারাগারে দেশের সম্পদ বেচে মুজিবের মেয়ে ক্ষমতায় আসে না: প্রধানমন্ত্রী ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, প্রতিবাদে বাহুবলে মানববন্ধন

সরকারি দপ্তরে বিজয় দিবসে উত্তোলন হয়নি জাতীয় পতাকা

কমলগঞ্জ উপজেলা প্রশাসনিক ভবন (নতুন) ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে উত্তোলন হয়নি জাতীয় পতাকা।

নিজস্ব প্রতিবেদক:  সারাদেশে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হলেও তার ব্যতিক্রম ছিল না মৌলভীবাজারের কমলগঞ্জ। কিন্তু উপজেলা প্রশাসনিক ভবন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অফিসে উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা।

সরজমিনে দেখা যায়, ১৬ ডিসেম্বর সকাল ১১ টা বাজার পর উপজেলা নবনির্মিত প্রশাসনিক ভবন আলোকসজ্জায় সজ্জিত থাকলেও সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। সেই সাথে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরেও জাতীয় পতাকা উত্তোলিত হয়নি। উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিসেও দায়সারা ভাবে উত্তোলন করা হয়েছে জাতীয় পতাকা।

এ বিষয়ে বীরমুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিজয়ের দিনে সরকারী দপ্তরগুলোতে জাতীয় পতাকা উত্তোলন না করা অত্যন্ত দূঃখজনক বিষয়। আমরা মুক্তিযোদ্ধারা এর তীব্র নিন্দা জানাই।’

এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী পনিরুজ্জামান বলেন, ‘আমাদের অফিসে জাতীয় পতাকা টাঙানোর প্রয়োজন নেই। ইউএনও স্যারের অফিসে টাঙালেই চলে।’

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, ‘বিজয় দিবসের প্রস্তুতি সভায় সকল সরকারী দপ্তরকে জাতীয় পতাকা উত্তোলন ও মহান বিজয় দিবস সম্পর্কে অবহিত করা হয়েছে। তারপরও কেনো সরকারী দপ্তরগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি- তা খতিয়ে দেখা হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com