শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

বিয়ের ৩৮ দিন পর কিশোরীর মামলা, স্বামী জেল হাজতে

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথে কলেজে পড়ুয়া অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জোর করে বিয়ে দেওযায় ৩৮ দিনের মাথায় প্রবাসী বাবা ও স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন এক কিশোরী। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার মাঝগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর মেয়ে ও সিলেটের একটি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।

মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কিশোরীর স্বামী বদরুল আলমকে (২৯) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারের পর বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া বদরুলও মাঝগাঁওয়ের বাসিন্দা মুক্তার আলীর ছেলে। অন্যদিকে কিশোরী তার স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে জোরকরে বাল্য বিয়ে ও ধর্ষণের অভিযোগ এনে পিতা আব্দুল ওয়াজির বাবুল (৫০) ও স্বামী বদরুল আলমসহ (২৯) ৪ জনের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন কিশোরী (মামলা নং ২৭)। মামলার অন্য আসামিরা হলেন, দক্ষিণ সুরমা উপজেলার কিজিরপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে রাজিব আহমদ (৩০) ও সিলেটের হাওয়া পাড়ার বাসিন্দা মৃত করিম উল্লাহর ছেলে দিলোয়ার হোসেন (৪৪)।

জানা গেছে, প্রায় ২০ বছর আগে ছাতকের পাইগাঁওয়ের বাসিন্দা সেই কিশোরীর মা (৩৮) দ্বিতীয় বিয়ে করেন প্রবাসী বাবুলকে। এরপর কিশোরীটির জন্ম হয় সেখানে। সে ৬ বছর পূর্ণ হওয়ার আগেই তার বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর থেকে কিশোরীটি তার নানা বাড়িতে থেকেই লেখা পড়া করছে। গত ৩১ অক্টোবর লন্ডন থেকে দেশে ফিরে কলেজে পড়ুয়া মেয়েকে সিলেটের হাওয়া পাড়াস্থ নিজ বাসা আর্কহোম টাওয়ারে নিয়ে যান তার পিতা। সেখানে ১১দিন আটকে রেখে গত ১০ নভেম্বর তাকে বদরুল আলমের সঙ্গে জোর করে বিয়ে দিয়ে ফের তিনি লন্ডনে চলে যান তিনি।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা ও মামলা তদন্তকারী কর্মকর্তা এসাই মিজানুর রহমান বলেন, কিশোরী মেয়ের প্রধান অভিযুক্ত বাবা লন্ডনে থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে মামলার ২য় আসামি তার স্বামীকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com