সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাটে ১০০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৬টায় সালুটিকর-গোয়াইনঘাট সড়কের বঙ্গবীর এলাকা থেকে তাদের আটক করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৬টায় গোয়াইনঘাট থানার এসআই আতিকুজ্জামান জুনেল ও এএসআই মো. সুফিয়ান মিয়াসহ পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করেন।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- কোম্পানীগঞ্জের মনুরপার গ্রামের সিদ্দিক আলীর ছেলে মাসুক মিয়া (২৮), গোয়াইনঘাট উপজেলার পাতলিকোনা খালপার গ্রামের আব্দুল মতিনের ছেলে দিলোয়ার হোসেন (২৯) ও একই উপজেলার লামনি গ্রামের ফয়জুর রহমানের ছেলে আব্দুল মালিক (২৩)।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ বলেন, মাদকমুক্ত গোয়াইনঘাট গঠনের চ্যালেঞ্জ নিয়েছি। আর এরই আওতায় সিলেট পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে টিম গোয়াইনঘাটের মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে।
তিনি আরও বলেন, চলমান অভিযানের অংশ হিসেবে টিম গোয়াইনঘাট থানা ১০০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটকে সক্ষম হয় পুলিশ।
মাদকের বিরুদ্ধে অতীতের ন্যায় ভবিষ্যতেও আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে জানান তিনি।