রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪১ পূর্বাহ্ন

দেশের প্রথম ফিফা নারী রেফারি জয়া চাকমা

ক্রীড়া ডেস্ক : জয়া চাকমা ফিফার স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের নারী রেফারি হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন। এর মধ্য দিয়ে তিনি বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথম নারী রেফারি হিসেবে জায়গা করে নিলেন ।

বিভিন্ন প্রক্রিয়া শেষে তিনি এ অনুমোদন পেলেন। তাদের নির্দেশনা মেনে গত আগস্টে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিটনেস পরীক্ষা দিয়েছিলেন জয়া। পরীক্ষার যাবতীয় কাগজপত্র ফিফা বরাবর পাঠায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফে’কে এক মেইল বার্তায় ফিফা জয়া চাকমা’র বিষয়টি নিশ্চিত করেছে। আপাতত আগামী এক বছর মেয়েদের আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করতে পারবেন জয়া।

দক্ষিণ এশিয়ায় ৫ম কোনো নারী জয়া, যিনি ফিফার নারী রেফারি। এই তালিকায় দক্ষিণ এশিয়ার বাকি ৪ জনের দুজন ভারতের। আর ১ জন করে আছে নেপাল ও ভুটানের।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com