মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পিঠা মেলাকে ঘিরে সানশাইন ক্যাম্পাসে নবীন-প্রবীন-নারী-শিশুর মিলনমেলা বাহুবলের মিরপুরে দি হোপ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাহুবলের পুটিজুরীতে আলোর দিশারী শিক্ষাবৃত্তি পরীক্ষা সম্পন্ন নতুন আইজিপি বাহারুল আলম সড়কে বাকবিতণ্ডার জেরে সাবেক এমপির ‘ফাঁকা গুলি’, মারধর করে পুলিশে সোপর্দ আগাম নির্বাচনে ক্ষমতায় আসবে বিএনপি, কিন্তু… : আইসিজি বাহুবলে বহু কাঙ্খিত স্মার্ট কার্ড বিতরণের সিডিউল ঘোষণা বাহুবলে মা মেয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নৌকার মনোনয়ন চান- আতিক, খোকন, তাপস সহ ২০ জন

তরফ নিউজ ডেস্ক : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প‌দে নৌকা প্রতীকের হ‌য়ে লড়‌তে আওয়ামী লী‌গের ম‌নোনয়ন ফরম সংগ্রহ ক‌রে‌ছেন ২০ জন।

ঢাকা দ‌ক্ষিণ সি‌টি ক‌র্পো‌রেশনে ম‌নোনয়ন ফরম কি‌নে‌ছেন যারা-
১. বর্তমান মেয়র সাঈদ খোকন।

২. ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

৩. ঢাকা-৭ আস‌নের সংসদ সদস্য হাজী সে‌লিম।

৪. মু‌ক্তি‌যোদ্ধা সংসদের সা‌বেক মহাস‌চিব মু‌ক্তি‌যোদ্ধা এম এ র‌শিদ।

৫. আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড‌ভো‌কেট ন‌জিবুল্লাহ হিরু।

৬. বঙ্গবন্ধু একা‌ডেমীর সভাপ‌তি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ঢাকা মহানগর শাখার উপ‌দেষ্টা মো. নাজমুল হক।

৭ . বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আশরাফ হোসেন সিদ্দিকী।

৮. ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী আবুল হাসনাত।

ঢাকা উত্তর সি‌টি ক‌র্পো‌রেশনে ম‌নোনয়ন ফরম কি‌নে‌ছেন যারা-
১. বর্তমান মেয়র আতিকুল ইসলাম।

২. বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ওসমানী।

৩. ভাসানটেক থানা আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি মেজর (অব.) মো. ইয়াদ আলী ফ‌কির।

৪. শহীদ প‌রিবা‌রের সন্তান ও ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মো. জামাল ভূঁইয়া।

৫. বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. কুতুবউদ্দিন।

৬. আওয়ামী লীগের গ্রীস শাখার সহ-সভাপতি মো. ইদ্রিস আলী মোল্লা।

৭. যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মাহমুদ।

৮. আওয়ামী লীগের ধর্ম উপকমিটির সদস্য জেরিন সুলতানা কান্তা।

৯. হে‌লেনা জাহাঙ্গীর।

১০. আদম তমিজি হক।

১১. যুবলীগ নেতা খায়রুল মজিদ।

১২. যুব মহিলা লীগের সদস্য রেহানা ফরহাদ।

ম‌নোনয়নপ্রত্যাশী‌দের হা‌তে ফরম তু‌লে দেন আওয়ামী লী‌গের ধানম‌ণ্ডি কার্যাল‌য় সংশ্লিষ্ট সৈয়দ আব্দুল আউয়াল শামীম, মোহাম্মদ আলাউদ্দিন ও জিএম মাসুদুল হাসান। মেয়র প‌দে ফর‌মের মূল্য রাখা হ‌চ্ছে ২৫ হাজার টাকা।

উল্লেখ্য, ৪ বছর আগে ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা দক্ষিণ করপোরেশন নির্বাচনে উত্তরে আওয়ামী লীগের প্রার্থী হন আনিসুল হক আর দক্ষিণে সাঈদ খোকন। ওই নির্বাচনে দুজনেই জয়ী হন। ২০১৭ সালের ৩০ নভেম্বর মেয়র আনিসুল হকের মৃত্যুতে মেয়র পদটি শূন্য হয়। এরপর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি উত্তর সিটির উপ-নির্বাচনে মেয়র হন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।

আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণের দিন রেখে রাজধানীর দুই সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। তিনি জানান, দুই সিটিতে ৩০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট হবে। সম্পূর্ণ ভোটই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) গ্রহণ করা হবে। বিদ্যমান ভোটারতালিকায় ভোট নেয়া হবে। প্রতিটি কেন্দ্রে ইভিএমের পাহারায় দুজন করে সেনা কর্মকর্তা নিয়োগ দেয়া হবে।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩১ ডিসেম্বর। আর ২ জানুয়ারি এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com