মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০২:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

নৌকার মনোনয়ন চান- আতিক, খোকন, তাপস সহ ২০ জন

তরফ নিউজ ডেস্ক : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প‌দে নৌকা প্রতীকের হ‌য়ে লড়‌তে আওয়ামী লী‌গের ম‌নোনয়ন ফরম সংগ্রহ ক‌রে‌ছেন ২০ জন।

ঢাকা দ‌ক্ষিণ সি‌টি ক‌র্পো‌রেশনে ম‌নোনয়ন ফরম কি‌নে‌ছেন যারা-
১. বর্তমান মেয়র সাঈদ খোকন।

২. ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

৩. ঢাকা-৭ আস‌নের সংসদ সদস্য হাজী সে‌লিম।

৪. মু‌ক্তি‌যোদ্ধা সংসদের সা‌বেক মহাস‌চিব মু‌ক্তি‌যোদ্ধা এম এ র‌শিদ।

৫. আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড‌ভো‌কেট ন‌জিবুল্লাহ হিরু।

৬. বঙ্গবন্ধু একা‌ডেমীর সভাপ‌তি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ঢাকা মহানগর শাখার উপ‌দেষ্টা মো. নাজমুল হক।

৭ . বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আশরাফ হোসেন সিদ্দিকী।

৮. ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী আবুল হাসনাত।

ঢাকা উত্তর সি‌টি ক‌র্পো‌রেশনে ম‌নোনয়ন ফরম কি‌নে‌ছেন যারা-
১. বর্তমান মেয়র আতিকুল ইসলাম।

২. বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ওসমানী।

৩. ভাসানটেক থানা আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি মেজর (অব.) মো. ইয়াদ আলী ফ‌কির।

৪. শহীদ প‌রিবা‌রের সন্তান ও ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মো. জামাল ভূঁইয়া।

৫. বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. কুতুবউদ্দিন।

৬. আওয়ামী লীগের গ্রীস শাখার সহ-সভাপতি মো. ইদ্রিস আলী মোল্লা।

৭. যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মাহমুদ।

৮. আওয়ামী লীগের ধর্ম উপকমিটির সদস্য জেরিন সুলতানা কান্তা।

৯. হে‌লেনা জাহাঙ্গীর।

১০. আদম তমিজি হক।

১১. যুবলীগ নেতা খায়রুল মজিদ।

১২. যুব মহিলা লীগের সদস্য রেহানা ফরহাদ।

ম‌নোনয়নপ্রত্যাশী‌দের হা‌তে ফরম তু‌লে দেন আওয়ামী লী‌গের ধানম‌ণ্ডি কার্যাল‌য় সংশ্লিষ্ট সৈয়দ আব্দুল আউয়াল শামীম, মোহাম্মদ আলাউদ্দিন ও জিএম মাসুদুল হাসান। মেয়র প‌দে ফর‌মের মূল্য রাখা হ‌চ্ছে ২৫ হাজার টাকা।

উল্লেখ্য, ৪ বছর আগে ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা দক্ষিণ করপোরেশন নির্বাচনে উত্তরে আওয়ামী লীগের প্রার্থী হন আনিসুল হক আর দক্ষিণে সাঈদ খোকন। ওই নির্বাচনে দুজনেই জয়ী হন। ২০১৭ সালের ৩০ নভেম্বর মেয়র আনিসুল হকের মৃত্যুতে মেয়র পদটি শূন্য হয়। এরপর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি উত্তর সিটির উপ-নির্বাচনে মেয়র হন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।

আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণের দিন রেখে রাজধানীর দুই সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। তিনি জানান, দুই সিটিতে ৩০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট হবে। সম্পূর্ণ ভোটই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) গ্রহণ করা হবে। বিদ্যমান ভোটারতালিকায় ভোট নেয়া হবে। প্রতিটি কেন্দ্রে ইভিএমের পাহারায় দুজন করে সেনা কর্মকর্তা নিয়োগ দেয়া হবে।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩১ ডিসেম্বর। আর ২ জানুয়ারি এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com