রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৯ অপরাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলা পরিষদ মেম্বার্স এসোসিয়েশনের সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদের পিতা নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক এমপি এডভোকেট মোঃ আব্দুল মোছাব্বিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সভাপতি মন্ডলীর সদস্য কালীপদ ভট্টাচার্য্য, বাদল কৃষ্ণ বনিক, সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে পৃথক আরেকটি শোক বার্তায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনলজিষ্ট অজিত কুমার দাশের মাতার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছে নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।