মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পিঠা মেলাকে ঘিরে সানশাইন ক্যাম্পাসে নবীন-প্রবীন-নারী-শিশুর মিলনমেলা বাহুবলের মিরপুরে দি হোপ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাহুবলের পুটিজুরীতে আলোর দিশারী শিক্ষাবৃত্তি পরীক্ষা সম্পন্ন নতুন আইজিপি বাহারুল আলম সড়কে বাকবিতণ্ডার জেরে সাবেক এমপির ‘ফাঁকা গুলি’, মারধর করে পুলিশে সোপর্দ আগাম নির্বাচনে ক্ষমতায় আসবে বিএনপি, কিন্তু… : আইসিজি বাহুবলে বহু কাঙ্খিত স্মার্ট কার্ড বিতরণের সিডিউল ঘোষণা বাহুবলে মা মেয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বই উৎসব ॥ বাহুবলে সাড়ে ৫৮ হাজার শিক্ষার্থীর হাতে নতুন বই

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা ॥ বছরের প্রথমদিন বুধবার সারাদেশের ন্যায় বাহুবল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দঘন পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। এবার উপজেলার প্রাথমিক পর্যায়ে ২৫২টি ও মাধ্যমিক পর্যায়ে ৩২টি প্রতিষ্ঠানে ৫৮ হাজার ৫০০ শিক্ষার্থীর হাতে সরকারী বই তোলে দেওয়া হয়।

উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে বই উৎসবে অংশগ্রহণ করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজী, উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সিগ্ধা তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিনসহ পদস্থ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, এবার উপজেলার ১০৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ মোট ২৫২টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৩৯ হাজার ৫০০ জন এবং একটি সরকারীসহ ৪২টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ১৯,০০০ শিক্ষার্থীর হাতে নতুন বই তোলে দেয়া হয়েছে।


এদিকে, উপজেলা সদরের সৃজন জুনিয়র হাইস্কুলে অনুরূপ বই উৎসবের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম নূর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া। বিশেষ অতিথি ছিলেন বাহুবল বাজার কমিটির সভাপতি এমএ জলিল তালুকদার ও বাহুবল কাসিমুল উলুম মাদরাসার নায়বে মুহতামিম মাওলানা আজিজুর রহমান মানিক।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন এমএ মুতালিব তালুকদার, তুহিন চৌধুরী, আকলুছ মিয়া (সাবেক মেম্বার) ও সৃজন জুনিয়র হাইস্কুল পরিচালনা পর্ষদ-এর ব্যবস্থাপনা পরিচালনা নূরুল ইসলাম মনি, প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলাউদ্দিন। শিক্ষক ফেরদৌস আহমেদ হৃদয়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com