মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:০১ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুর উপজেলার শাহজিবাজার নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে ইমা (লেগুনা) গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আলম মিয়া (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই লেগুনা চালকের সহকারী। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো ৮ জন।
বুধবার (০৮ জানুয়ারি) সকাল সাড়ে সারে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আলম হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের আতর আলীর ছেলে। এছাড়া আহতদের পরিচয় তাৎক্ষণিক যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মো. মনিরুজ্জান জানান, বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে শাহজিবাজার নামকস্থানে একটি লেগুনা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে হেলপার নিহত হয় ও চালকসহ ৮ জন আহত হয়। নিহত আলমের মরদেহ বর্তমানে থানা হেফাজতে আছে। আহত সবাইকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।