বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

সিলেটের দু’টি মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি এম আবদুল হামিদ হযরত শাহজালাল (রা.) এবং হযরত শাহ্ পরান (রা.) এর মাজার জিয়ারত করেছেন।

রাষ্ট্রপতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় সমাবর্তনে যোগ দিতে দিনব্যাপী সফরে আজ সিলেট সফরে আসেন যান। তিনি সিলেট নগরীতে পৌছেই দু’টি মাজার জিয়ারত করেন।

রাষ্ট্র প্রধান ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল (রা.) এর মাজারে যান এবং এবং দুপুর ১টা ৫৪ মিনিটে হযরত শাহজালাল (রা.) এর মাজারে যান।
রাষ্ট্রপতি আবদুল হামিদ কিছু সময় দু’টি মাজারে অতিবাহিত করেন। এ সময় তিনি ফাতেহা পাঠ এবং মোনাজাত করেন। কয়েকজন রাজনৈতিক নেতা এবং স্থানীয় প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাগন ও রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগন তাঁর সঙ্গে ছিলেন।

এর আগে রাষ্ট্রপতিকে বহনকারি একটি হেলিকপ্টার দুপুর ১২টা ৩২ মিনিটে ওসমানি আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরন করে। স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতা এবং বিভাগীয় ও স্থানীয় জেলা প্রশাসনের প্রতিনিধিগন রাষ্ট্রপতিকে অভর্থনা জানান।

এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য বদরউদ্দিন আহমেদ কামরান, আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেজবাউদ্দিন সিরাজ, জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট লুৎফর রহমান এবং সিটি আওয়ামীলীগ সভাপতি মাসুক উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com