শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৫০ অপরাহ্ন
তরফ নিউজ ডেস্ক : রাজবাড়ীতে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রীনলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই থ্রি-হুইলার মাহেন্দ্র গাড়ীর ৫যাত্রী নিহত হয়েছেন। এ দূর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ যাত্রী। তাদের গোয়ালন্দ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার বিকাল ৩টার দিকে সদর উপজেলার চরখানখানাপুরে বড় ব্রীজসংলগ্ন এলাকায় দৌলতদিয়া-খুলনা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মোঃ মাসুদ পারভেজ জানান, বিকেল ৩টার দিকে ঢাকাগামী গ্রীনলাইন পরিবহনের বাসটি সদর উপজেলার চরখানখানাপুরের বড় ব্রীজসংলগ্ন এলাকায় দৌলতদিয়া থেকে ছেড়ে আসা মাহেন্দ্রটিকে ধাক্কা দেয়।
এতে মাহেন্দ্রটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই পাঁচজন যাত্রী নিহত হয়। এরমধ্যে ৩জন পুরুষ ও ২জন নারী রয়েছেন। এ দূর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নিহতদের পরিচয় পাওয়া যায়নি।