শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন

সিলেটের নতুন বিভাগীয় কমিশনার মশিউর রহমান

নিজস্ব প্রতিবেদক : সিলেটের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. মশিউর রহমান।

বুধবার (৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত এক বদলির আদেশে এ তথ্য জানানো হয়।

সিলেটের সদ্য সাবেক বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমানকে ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে গত ৩০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারীকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়।

পরে তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করেছে সরকার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com