বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

ধর্মীয় অনুশাসন মেনে চললেই পরিবারে সুখ-শান্তি আসবে: পুলিশ সুপার

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি  সন্ত্রাস, নারী নির্যাতন রোধ ও আদর্শ সন্তান গঠনে মায়ের ভূমিকা শীর্ষক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্যাহ, বিপিএম, পিপিএম বলেন, ধর্মীয় অনুশাসন মেনে চললেই প্রত্যেক পরিবারে সুখ-শান্তি আসবে। হবিগঞ্জের প্রতিটি উপজেলায় এখন দাঙ্গা-হাঙ্গামা হ্রাস পেয়েছে বলেই থানায় মামলার প্রবণতা কমেছে। তবে নারী নির্যাতন পর্যাপ্ত পরিমাণে কমেনি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় হবিগঞ্জ জেলা পুলিশ, আশা হবিগঞ্জ ও বাহুবল সদর ইউনিয়নের যৌথ উদ্যোগে সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান।

বাহুবল মডেল থানার এসআই এএইচএম মাহমুদ-এর পরিচালনায় প্রধান অতিথি আরো বলেন, পারিবারিক শান্তি ফিরিয়ে আনতে বউ-শাশুড়ি একে ওপরের সাথে আন্তরিকতা বজায় রেখে চলতে হবে। অল্পবয়সে মেয়েদেরকে বিবাহ দিলে পরিপক্ষ সন্তান জন্ম নেয় না। তাই সমাজ থেকে বাল্য বিবাহ রোধ করতে হবে। তিনি অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের কাছে স্মার্টফোন তুলে না দিতে অনুরোধ করেন। খেয়াল রাখতে হবে আপনার সন্তানরা যেন কোন ভাবেই সিগারেট সেবন না করে। কারণ একটি সিগারেট সকল মাদকের মা-বাবা।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাহুবল সার্কেলের সিনিয়র এএসপি পারভেজ আলম চৌধুরী। বক্তব্য রাখেন ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফারুক আহমেদ, আশা সমিতির ম্যানেজার কামাল হোসেন খাঁন, ইউপি সদস্য এলাইছ মিয়া, শিল্পী রাণী দেব, সহকারি শিক্ষক রেখা রাণী মালাকা। স্বাগত বক্তব্য রাখেন আশা সমিতি হবিগঞ্জের ডিভিশনাল ম্যানেজার সাজিদুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা তাজুল ইসলাম, গীতা পাঠ করেন রেখা রাণী মালাকা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com