শুক্রবার, ৩১ মে ২০২৪, ০৬:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ঘূর্ণিঝড় রেমাল: ১৯ উপজেলার নির্বাচন স্থগিত বাহুবল উপজেলা পরিষদ নির্বাচন অবাদ, সুন্দর ও দাঙ্গামুক্তভাবে অনুষ্ঠিত হয়েছে বাসার ছাদে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু রেমাল পরিণত প্রবল ঘূর্ণিঝড়ে, মহাবিপদ সংকেত বাহুবলে ৫ আওয়ামীলীগ নেতাকে হারিয়ে আলেম চেয়ারম্যান নির্বাচিত শান্তিপূর্ণ ও বিশ্বাস যোগ্য নির্বাচন অনুষ্ঠিত করতে পুলিশ বদ্ধপরিকর- এসপি আক্তার হোসেন জনগণ যাকে ভালবাসবে, দায়িত্ব দিতে চাইবে, তাকেই দেবে- জেলা প্রশাসক বাহুবলে বিয়ের আনন্দ-ফুর্তি চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবতীর মুত্যু বাহুবল উপজেলা নির্বাচন : ২০ প্রার্থীর মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ বাহুবল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গাড়ি পার্কিং নিয়ে শ্রমিককে পিটিয়ে আহত, এক ঘন্টা সড়ক অবরোধ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে গড়ি পার্কিং করা নিয়ে জুয়েল মিয়া নামে এক বাস শ্রমিককে পিটিয়ে আহত করেছে সিএনজি অটোরিকশা শ্রমিকরা। এ ঘটনায় বাস শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে সড়কে ব্যারিকেড দিয়ে এক ঘন্টারও বেশি সময় ধরে অবরোধ করে রাখে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে শায়েস্তাগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের উপজেলার মিরপুর বাজার জোড়া ব্রিজে এ ঘটনা ঘটে।

জানা যায়, হবিগঞ্জ-আউশকান্দি লাইনের মায়ের দোয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস শায়েস্তাগঞ্জের দিকে যাওয়ার পথে মিরপুর জোড়া ব্রিজের কাছে পার্কিং করে যাত্রী উঠা-নামা নিয়ে শায়েস্তাগঞ্জ রোডে চলাচলরত সিএনজি অটোরিকশা শ্রমিকদের সাথে বাকবিতম্বা হয়। এসময় সিএনজি অটোরিকশা শ্রমিকরা উত্তেজিত হয়ে বাসের সুপারভাইজার জুয়েল মিয়ার ওপর আক্রমণ করে পিটিয়ে আহত করে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন ও বাস মালিক সমিতির লোকেরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে বাস শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে সড়কে গাড়ি আড়াআড়ি করে ব্যারিকেড দিয়ে এক ঘন্টারও বেশি সময় ধরে অবরোধ করে রাখে। এসময় সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে হাজারো যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

খবর পেয়ে বেলা দেড়টার দিকে বাহুবল সার্কেলের সিনিয়র এএসপি পারভেজ আলম চৌধুরী ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান সহ একদল পুলিশ ও স্থানীয় শ্রমিক নেতৃবৃন্ধ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ব্যাড়িকেড তুলে দেন।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিরোধীয় বিষয়টি নিস্পত্তির লক্ষে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে রোববার দুই শ্রমিক পক্ষ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে বসবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com