মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে অন্তত তিনটি রকেট হামলা চালানো হয়েছে। এরমধ্যে দুইটি রকেট মার্কিন দূতাবাসের কাছে আঘাত হানে ।
ইরাকি পুলিশ রয়টার্সকে জানায়, গ্রিন জোন, যেখানে মার্কিন দূতাবাস ও বিদেশি মিশনের অবস্থান সেখানে মঙ্গলবার তিনটি কাত্যুশা রকেট আঘাত হানে। এর আগে বাগদাদের এই গ্রিন জোনে ৮ জানুয়ারি রকেট হামলার ঘটনা ঘটেছে।
এসব হামলার জন্য ইরান সমর্থিত আধাসামরিক বাহিনীকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র। তবে কোনো পক্ষই এখনও পর্যন্ত এসব হামলার দায় স্বীকার করেনি।
বিবিসির এক রিপোর্টার বলেন, হামলার পর মার্কিন দূতাবাসে অ্যালার্ম বাজছে এবং সবাইকে ভিতরে আশ্রয় নিতে বলা হয়েছে।
এদিকে আল জাজিরা জানিয়েছে, রকেট হামলার পর গ্রিন জোনে সাইরেন বার্তা চালানোর শব্দ শোনা গেছে।
তবে এ হামলায় কী পরিমাণে হতাহতের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এছাড়া এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে খবরে বলা হয়েছে।
গত ৩ জানুয়ারি মার্কিন হামলায় ইরানের সামরিক বাহিনীর কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার পর মার্কিন দূতাবাস লক্ষ্য করে গত সপ্তাহে দুই দফা রকেট হামলা চালিয়েছে ইরান।
প্রথম দফার (৭ জানুয়ারি) হামলায় তেহরানের পক্ষ থেকে ৮০ জন নিহতের দাবি করা হলেও নাকচ করে পেন্টাগন। এর ২৪ ঘন্টা পার হওয়ার আগেই ফের হামলায় ৬ জন আহত হয়। তবে এবারের হামলার কথা এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কিছু বলা হয়নি।