শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ পুলিশ লাইনের পুকুর থেকে শাহিনুর রহমান নামে এক পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে পুলিশ লাইনের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। শাহিনুর ময়মনসিংহ জেলা সদরের কামরুজ্জামানের ছেলে।
পুলিশ জানায়, শাহিনুরকে সোমবার সকাল থেকে পাওয়া যাচ্ছিল না। এদিন রাত ৯টার দিকে পুলিশ লাইনের পুকুর পাড়ে তার ধোয়া কাপড় সহপাঠীরা দেখতে পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়। পরে মঙ্গলবার সকালে জাল দিয়ে পুলিশ লাইনের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাহিনুর গোসল করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে মারা গেছে।
ওসি আরও বলেন, শাহিনুরের সহপাঠীরা জানিয়েছে সে সাঁতার জানতো না। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। বিকালে পুলিশ লাইনে জানাজা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।