বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৪৬ অপরাহ্ন
তরফ নিউজ ডেস্ক : নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোঁড়া গুলিতে তিন বাংলাদেশি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে উপজেলার দুয়ারপাল সীমান্তের ২৩১/১০(এস) মেইন পিলারের নীলমারী বিল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিষ্ণপুর বিজলীপাড়ার শুকরার ছেলে সন্দিপ (২৪), কাঁটা পুকুরের মৃতু জিল্লুর রহমানের ছেলে কামাল (৩২) এবং বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরের চকবিষ্ণপুর দিঘিপাড়ার মৃত খোদাবক্সের ছেলে মফিজ উদ্দিন (৩৮)।
বুধবার রাতে বাংলাদেশের গরু ব্যবসায়ীর বেশ কিছু রাখাল গরু নিতে ভারতে প্রবেশ করে। গরু নিয়ে বৃহস্পতিবার ভোরে আসার পথে ক্যাদারীপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ জোয়ানরা তাদের পিছন থেকে গুলি ছোঁড়ে। এসময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও সন্দিপ, কামাল এবং মফিজ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।
এ বিষয়ে ১৬ বিজিবি হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোখলেছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন জানান, এ বিষয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেয়া হবে।