সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট বিপিএল: নিলামের আগে কে কোন দলে, নিলামে কে কোন ক্যাটাগরিতে বাহুবলে দ্বাদশ খুরশেদা হেকিম শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মৌলভীবাজারে পরিবহন ধর্মঘট স্থগিত

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারে ভোর ৬টা থেকে ৪৮ ঘন্টার জন্য পরিবহন ধর্মঘট শুরু প্রায় ৯ঘন্টা পর ধর্মঘট স্থগিত করেছে জেলা সড়ক পরিহন শ্রমিক ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ২টায় শ্রমিক নেতাদের সাথে প্রশাসনের এক বৈঠকে তাদের অভিযোগে ব্যাপারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা দুপুর থেকে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

বৈঠকে মৌলভীবাজার মডেল থানার ওসি মো.আলমগীর হোসেন, শ্রীমঙ্গল থানার ওসি মো আব্দুছ ছালেক, জেলা সড়ক পরিহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি পাবেল আহমদ, সদস্য সচিব আজাদুর রহমান অদুদ, সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ উপস্থিত ছিলেন।

বৈঠকে শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয় প্রশাসন। এর প্রেক্ষিতে শ্রমিক ঐক্য পরিষদ বেলা ৩টায় পরিবহন ধর্মঘট ২৭ জানুয়ারী পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পরিহন শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব আজাদুর রহমান অদুদ। তিনি জানান, “প্রশাসন ২৭ জানুয়ারী পর্যন্ত সময় নিয়েছে। আমরা ওই সময় পর্যন্ত ধর্মঘট স্থগিত করলাম”।

এদিকে ভোর ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত জেলাব্যাপী সর্বস্তরের পরিবহন ধর্মঘটে অভ্যন্তরীন কোনও রুটে দূরপাল্লার কোন ধরনের যানবাহান চলাচল করে নি। আকস্মিক এই ধর্মঘটে বিপাকে পড়েন শিক্ষার্থী, নানা পেশাজীবি ও সাধারণ মানুষজন। ঢাকা-সিলেটের সাথে সারাজেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। যানবাহনের পাশাপাশি, সাধারণ যাত্রী পরিবহণগুলো চলাচলেও বাঁধা সৃষ্টি করছেন শ্রমিকরা। তবে ধর্মঘট চলার ফাঁকে ফাঁকে সিএনজি অটোরিক্সায় জেলার বিভিন্ন সড়কে মানুষজন চলাচল করতে দেখা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com