বুধবার, ২৪ জুলাই ২০২৪, ০৯:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ৩ কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাহুবলে স্মার্ট এনআইডি কার্ড বিতরণের জন্য জনবল নিয়োগ বিজ্ঞপ্তি বাহুবলে দুই মাস ধরে নিখোঁজ রবিউলের সন্ধান চায় পরিবার যে কারণে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেয় সোহাগ ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার পিএসসির প্রশ্নফাঁস: দায় স্বীকার করে ৭ জনের জবানবন্দি, ১০ জন কারাগারে দেশের সম্পদ বেচে মুজিবের মেয়ে ক্ষমতায় আসে না: প্রধানমন্ত্রী ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, প্রতিবাদে বাহুবলে মানববন্ধন

সিলেটে প্রত্যাহার ১২, বাতিল ৫, চুড়ান্ত লড়াইয়ে ৪০ জন

তরফ নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আর বাতিল হয়েছে পাঁচজনের মনোনয়নপত্র। ফলে প্রত্যাহারের শেষ দিনে সিলেটের ৬টি আসনে চূড়ান্ত লড়াইয়ে টিকে রইলেন ৪০ প্রার্থী।

সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে। মূল লড়াইয়ে টিকে থাকা এই ৪০ প্রার্থী আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রোববার (০৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত প্রত্যাহারের শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া ১২ জন প্রার্থী হলেন: সিলেট-২ আসনে ইলিয়াস পুত্র আবরার ইলিয়াস ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা কাজি আমিন উদ্দিন; সিলেট-৩ আসনে বিএনপির ব্যারিস্টার এমএ সালাম, আব্দুল হক (এমএ হক), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা মো. নজরুল ইসলাম; সিলেট-৪ আসনে বিএনপির অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা আতাউর রহমান; সিলেট-৫ আসনে বিএনপির মামুনুর রশিদ; সিলেট-৬ আসনে বিএনপির হেলাল খান, ঐক্যফ্রন্ট নেতা নেজামে ইসলাম পার্টির চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা আসআদ উদ্দিন আল মাহমুদ এবং জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান।

এছাড়া নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে মনোনয়নপত্র বাতিল হয়েছে: সিলেট-১ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী; সিলেট-৩ আসনে বিএনপির আব্দুল কাইয়ুম ও জাপার তোফায়েল আহমদ; সিলেট-৫ আসনে বিএনপির শরীফ আহমদ লস্কর, জামায়াত নেতা ফরিদ উদ্দিন আহমদ। দলের মনোনয়নপত্র না থাকায় এই পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com