বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৪৭ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে ভারতীয় মোবাইল ফোনসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১১টায় চুনারুঘাট পৌর শহরের বাল্লা রোডের মধ্যবাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ৯৯টি বিভিন্ন ধরণের ভারতীয় এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃতরা হল বি-বাড়ীয়া জেলার সাদব রউফের হাসান তিনান (২৫), হবিগঞ্জ সদর উপজেলার পোকরা গ্রামের ফজর আলীর ছেলে মোঃ তনু মিয়া (২২), একই উপজেলার পৈল গ্রামের শীশ আলীর ছেলে জামাল উদ্দিন (২৫)। উদ্ধারকৃত মোবাইলের মূল্য প্রায় ২০ লক্ষাধিক টাকা হবে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক জানান, দীর্ঘদিন যাবত একটি চক্র আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে ভারতীয় বিভিন্ন ধরনের মোবাইল ফোন এনে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। এরই প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা হয়েছে।