মোঃ আমিনুর রহমান, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নে ইজ্জতনগর ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২৩ ফেব্রুয়ারী) রাত ১০ টায় মিরপুরস্থ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে তারেক বনাম রাজিবের দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল ম্যাচ পরবর্তী আলোচনা সভায় মোতাব্বির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বাহুবল থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আসকার আলী, আট গ্রাম নেতা আকাদ্দছ মিয়া বাবুল, বাহুবল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি নিরঞ্জন সাহা নিরু, পাঁচ গ্রাম নেতা ফয়ছল আহমেদ প্রমুখ ।
ম্যাচ শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার, রানার্সআপ দলকে ৫ হাজার ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে ৩ হাজার টাকা’র পুরস্কার তুলে দেন। পুরস্কারে সহযোগিতা করেন ৬নং মিরপুর ইউনিয়নের সদস্য শামীম আহমেদ।