শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন

মমিনুল-মুশফিকের জোড়া সেঞ্চুরিতে বড় লিডের দিকে এগুচ্ছে বাংলাদেশ

তরফ স্পোর্টস ডেস্ক : ৯৯ রানে থেকে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছিলেন মুশফিকুর রহিম। বিরতির পর কিছুক্ষণ সময় নিচ্ছিলেন। এনডিলোভুর বলে চার মেরেই সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। এর আগে প্রথম সেশনেই অধিনায়ক মমিনুল হক ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরী পূর্ণ করেন।

মমিনুল-মুশফিকের জোড়া সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে বড় লিডের পথেই এগিয়ে যাচ্ছে স্বাগতিকরা। সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ৩৮৬ রান।

এর আগে প্রথম সেশনটি ছিল বাংলাদেশের। সকাল থেকে জিম্বাবুয়ের বোলারদের শাসন করেছেন। আধিপত্য বিস্তার করে খেলেছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। ২১৫ রান উঠেছে এই জুটিতে। মুশফিক ক্রিজে আছেন ১২৪ রানে, মুমিনুল হক ১২২ রানে।

অনেক দিন ধরেই বড় ইনিংসের দেখা পাচ্ছিলেন না মুমিনুল। এমনকি অধিনায়ক হওয়ার পরেও। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে সেই আক্ষেপ মিটিয়েছেন সেঞ্চুরি তুলে। বড় ইনিংস তো বটেই, অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন।

৯৬ রানে ব্যাট করতে থাকা মুমিনুল সেঞ্চুরি তুলে নেন ৮৩তম ওভারে। তিরিপানোর বল বাউন্ডারিতে ঠেলে দিয়ে পূরণ করেন নবম টেস্ট সেঞ্চুরি। এর আগেই স্বাগতিকরা লিড তুলে নেয় আধা ঘণ্টার মধ্যে।

এর আগে জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে ২৬৫ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com