শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৯:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে আহমেদ এ টি এম ফারুকের কবিতাগ্রন্থ ‘অব্যক্ত বেদনা’। এই বইটি পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত চিরদিন প্রকাশনীর ৪৯৮ নম্বর স্টলে। এছাড়াও একই প্রকাশনী থেকে চলতি বইমেলায় ‘নীল অপরাজিতা’ নামে আরেকটি কবিতাগ্রন্থও প্রকাশ হবার কথা রয়েছে।
আহমেদ এ টি এম ফারুকের কবিতায় সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে এসেছে। তিনি তার কবিতায় কখনো টেনে এনেছেন অতীতের কোনো সুখ স্মৃতি। আবার কখনো কখনো তিনি বলেছেন জীবনের দর্শন সম্পর্কে। আহমেদ এ টি এম ফারুক তার কবিতায় তুলে এনেছেন প্রেম-ভালোবাসা ও মোহকে। চমৎকার শব্দ চয়ন ও বাক্য গঠনের মাধ্যমে কবিতায় তিনি বলেছেন একজন প্রেমিকের না বলা কিছু কথা।
শুরুর দিকে অনীক মাহমুদ নামে সাহিত্যে পদচারণা ছিল আহমেদ এ টি এম ফারুকের। এই নামে তার একটি উপন্যাস ও চারটি কবিতা গ্রন্থ প্রকাশিত হয়। এছাড়াও জন্ক বঙ্গবন্ধু নামে গত বছর একটি কাব্য গ্রন্থও প্রকাশিত হয়। শিল্প-সাহিত্যের পাশাপাশি তিনি উপস্থাপনা ও মঞ্চে অভিনয় করে থাকেন।
আহমেদ এ টি এম ফারুকের একটি উপন্যাস, একটি নাটক ও একটি ভ্রমন কাহিনী প্রকাশের অপেক্ষায় আছে।