বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২:০৮ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ বাংলাদেশ আওয়ামী লীগ বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় ভাদেশ্বর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উক্ত সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। ২নং ওয়ার্ডের সভাপতি হাজী মাখন মিয়া’র সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বশির।
উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাহুবল উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াছ আখঞ্জী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য আলাউর রহমান সাহেদ, সাধারণ সম্পাদক প্রভাষক আফতাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল মিন্টু, আব্দুল মান্নান দরছ, সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা সায়েদ মিয়া প্রমুখ।
পরে দ্বিতীয় অধিবেশনে কামরুজ্জামান বশিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সবার সর্বসম্মতিক্রমে আব্দুল আলী বাচ্চুকে সভাপতি, সুধাংশু রঞ্জন পালকে সাধারণ সম্পাদক, জামাল খান ও আইন উদ্দিন হাফিজকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি