বুধবার, ০৭ মে ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বৃত্তিতে প্রতিবারের মতো এবারও উপজেলায় ২৮ টি বৃত্তি পেয়ে সেরা ফলাফল অর্জন করল সানশাইন প্রি-ক্যাডেট স্কুল।
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা ২০১৯ এ অংশগ্রহণকারী ৪০ জন শিক্ষার্থীর মধ্যে ২৭ টি ট্যালেন্টপুল ও ১ টি সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে
বাহুবল উপজেলায় এবার মোট ৪৩ টি ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেছে।
এই কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য স্কুলের পরিচালক শিক্ষার্থীদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এছাড়া যাঁদের নিরলস প্রচেষ্টায় এই ফলাফল অর্জিত হয়েছে তাদের সবাইকেও আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।
উল্লেখ, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এই বৃত্তির ফলাফল প্রকাশ করেন।
২০১৯ সালের পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর ফলাফলের ভিত্তিতে এই বৃত্তির ফলাফল দেয়া হয়েছে। চলতি বছর পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে এই বৃত্তি প্রদান করা হয়েছে। এরমধ্যে মেধা তালিকায় (ট্যালেন্টপুলে) বৃত্তি পেয়েছে ৩৩ হাজার শিক্ষার্থী। সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ৪৯ হাজার ৫ শ’ জন।