সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে এমপি আবু জাহিরের পক্ষে উঠান বৈঠক

এস এইচ টিটু, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) : হবিগঞ্জ ৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এমপি আবু জাহিরের পক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুরে মহিলাদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৪টায় নূরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন অপুর উদ্যোগে নূরপুর গ্রামে সাবেক ফুটবলার আক্তার হোসেনের বাড়িতে এমপি আবু জাহিরের নৌকার পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

সাবেক ফুটবলার মো:আক্তার হোসেনের সভাপত্বিতে ও নূরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন অপুর পরিচালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নূরপুর ইউনিয়ন চেয়ারম্যান মো:মুখলিছ মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নূরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো:ইসহাক আলী সেবন,সহ সভাপতি অলি হোসেন লেচু, আব্দুল কাদির আছাদ, সাধারণ সম্পাদক আব্দুল লতীফ, সদর উপজেলার শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো:কবির মিয়া, শায়েস্তাগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোছা:পান্না ইসহাক, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো:আক্তার হোসেন, সহ সভাপতি মোবারক হোসেন পিন্টু, আওয়ামীলীগ নেতা মো:রফিজ আলী, মো:চন্দু মিয়া, ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন এলিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার।আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়।দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী ৩০ডিসেম্বর নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

বক্তারা আরো বলেন, স্বাধীনতার স্বপক্ষের আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় এনে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এমপি আবু জাহিরের নৌকা মার্কায় ভোটদানের অনুরোধ জানান।এসময় শতাধিক মহিলারা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com