বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:০৪ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীভাজারের শ্রীমঙ্গলে ‘গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণের গুরুত্ব’বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম এর সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মাহলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা শাহেদা আকতার ও ইউএনডিপি ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃ মাহাবুব উল আলম।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর যৌথ অর্থায়নে“বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (২য় পর্যায়) প্রকল্প”বাস্তবায়ন করছে। দাতা সংস্থার আর্থিক ও কারিগরী সহায়তায় স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে “বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)” মৌলভীবাজার জেলায় প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করছে।
কর্মশালায় প্রকল্প ও গ্রাম আদালত সম্পর্কিত তথ্য উপস্থাপন করেন ব্লাস্ট এভিসিবিটু জেলা সমন্বয়কারী মো: কামাল হোসেন, ও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা সমন্বয়কারী তাহমিনা পারভিন।
কর্মশালায় শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের ২৭ জন নারী ইউপি সদস্য উপস্থিত ছিলেন।