বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণের গুরুত্ব বিষয়ক কর্মশালা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীভাজারের শ্রীমঙ্গলে ‘গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণের গুরুত্ব’বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম এর সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মাহলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা শাহেদা আকতার ও ইউএনডিপি ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃ মাহাবুব উল আলম।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর যৌথ অর্থায়নে“বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (২য় পর্যায়) প্রকল্প”বাস্তবায়ন করছে। দাতা সংস্থার আর্থিক ও কারিগরী সহায়তায় স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে “বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)” মৌলভীবাজার জেলায় প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করছে।

কর্মশালায় প্রকল্প ও গ্রাম আদালত সম্পর্কিত তথ্য উপস্থাপন করেন ব্লাস্ট এভিসিবিটু জেলা সমন্বয়কারী মো: কামাল হোসেন, ও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা সমন্বয়কারী তাহমিনা পারভিন।

কর্মশালায় শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের ২৭ জন নারী ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com