শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০১:৩৮ অপরাহ্ন

নবীগঞ্জ রোটারী ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা: নবীগঞ্জ রোটারী ক্লাবের উদ্যোগে গরীব দুঃস্থ মানুষের মাঝে সোমবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত হয়।

নবীগঞ্জ সদর ৮ নং ইউনিয়নের আদিত্যপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকালে ফ্রি ক্যাম্পের উদ্বোধন করা হয়।
আদিত্যপুর,পশ্চিম তিমিরিপুর,কানাইপুর,পশ্চিম জাহিদপুর,ভুমিহীন পাড়ার গরীব দুঃস্থ প্রায় ৬ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা,ঔষধ ও ব্যবস্থাপত্র প্রদান কার হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পের চেয়ারম্যান বিকাশ চন্দ্র রায় এবং নবীগঞ্জ রোটারী ক্লাবের প্রেসিডেন্ট সাবেক উপ-পরিচালক(স্বাস্থ্য) ডাঃ শফিকুর রহমানের সার্বিক পরিচালনায় এতে উপস্থিত থেকে চিকিৎসা প্রদান করেন হবিগঞ্জের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ রোটারিয়ান ডাঃ জমীর আলী,ডাঃ শফিকুর রহমান,ডাঃ চম্পক কিশোর সাহা সুমন,ডাঃ সাইফুর রহমান সাগর,ডাঃ সামিউর রহমান সৈকত।

অনুষ্টানে উপস্থিত ছিলেন, রোটারিয়ান সুখেন্দু রায় বাবুল, রোটারিয়াম তাপস আচার্য্য, রোটারিয়াম রঙ্গলাল রায়, রোটারিয়ান হেলাল আহমদ, রোটারিয়াম প্রভাষক জন্টু চন্দ্র রায়, রোটারিয়াম সামসুল হক,ন বীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, ইউপি সদস্য সুভাষ চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা বিজয় ভ’ষন রায়, প্রধান শিক্ষক ভবানী শংকর ভট্টাচার্য্য, তারা মিয়া, মনফর মিয়া, করুনাময় দে বাচ্চু, আবুল মিয়া, ফারুক মিয়া, ফজল মিয়া, হিমাংশু রায়, অণুজিত দাশ, বিবন রায়, রুমন রায়, সিদ্ধার্থ শংকর ভট্টাচার্য্য শুভসহ রোটারী ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক সহযোগীতায় ছিলেন নবীগঞ্জে কর্মরত বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধিবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com