শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:২৫ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরীর দায়ে এক বেকারী মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (০৪ মার্চ) বিকাল ৫টায় উপজেলার পুটিজুরীস্থ মোঃ মাসুদুর আলমের মালিকানাধীন হযরত শাহ পরাণ বেকারীতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
সূত্র জানায়, পুটিজুরী বাজারে হযরত শাহ পরাণ বেকারীতে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে রং ও ক্ষতিকারক পাউডার মিশিয়ে খাদ্য সামগ্রী তৈরি করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে বেকারির কারখানায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বলেন, ‘নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি করায় বেকারির মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ভেজাল খাবার তৈরীর বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।‘