শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৫:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

শিক্ষকের হাতে অভিভাবক লাঞ্চিত, জনমনে ক্ষোভ

শিক্ষক জিয়াউর রহমান।

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জে স্কুল শিক্ষকের হাতে ছাত্রের অভিভাবক লাঞ্চিত হওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে ঐ এলাকার ছাত্র ও অভিভাবকদের মাঝে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। যেকোন সময় এ নিয়ে যেকোন অনাকাংখিত ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে।

ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জিয়াউর রহমান এবং অভিভাবক এর মাঝে। এ ব্যাপের ছাত্রের অভিভাবক ফজল মিয়া বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র জিসান আহমদ ও ২য় শ্রেণির ছাত্র হাসান আহমদের পিতা মীর মোঃ ফজল মিয়া প্রায় মাস খানেক পুর্বে বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান বেলা ১১.৩০ মিনিটে বিদ্যালয়ে আসলে চা দোকানের সামনে দেরীতে আসার কারণ জিজ্ঞেস করেন। এ সময় জিয়াউর রহমানকে দেবপাড়া বাজার এলাকার বাসিন্ধা বিদ্যালয়ের ছাত্রের অভিভাবক ফজল মিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ করে চায়ের দোকান হইতে চলিয়া যান। এরপর থেকে ঔ শিক্ষক ফজল মিয়ার ছেলে ২ ছাত্রকে মানষিক ভাবে বিপর্যস্ত করিতে থাকে।

এরই জের ধরে গত ২রা মার্চ সোমবার ফজল মিয়ার ছেলে হাসান আহমেদকে স্কুলের একটি ছেলে মারপিঠ করিলে তিনি ক্লাশ শিক্ষক জিয়াউর রহমানের নিকট বিচার প্রার্থী হইলে ঐ শিক্ষক অকথ্য ভাষায় গালি-গালাজ করেন এবং স্কেল হাতে নিয়া তাকে মারতে চাইতে অন্যান্য শিক্ষকরা তাকে কক্ষ হইতে বাহির করিয়া দেন। তিনি ঘটনাটি প্রধান শিক্ষিকা সন্ধ্যা রানীর নিকট জানাইলে ঐ শিক্ষক পিছু-পিছু প্রধান শিক্ষিকার কক্ষে যাইয়া প্রধান শিক্ষিকার সম্মূখে পুনরায় গালি-গালাজ করিয়া ফজল মিয়াকে ধাক্কা দিয়ে কক্ষ হইতে বাহির করিয়া দেন। পরবর্তীতে তিনি ঘটনাটি স্কুলের সভাপতি এলাইছ মিয়াকে জানাইলে তিনি বিচার সালিশ বিষয়টি শেষ করিবেন বলিয়া কালক্ষেপন করতে থাকেন।

ঘটনার কোন সুরাহা না পাইয়া ঐ অভিভাবক বিষয়টি বাজার ব্যবসায়ীদেরকে জানাইলে তাহারা বিচার সালিশে শেষ করিয়া দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। এমনকি ঐ অভিভাবক বিভিন্ন জায়গার বিচার প্রার্থী হওয়ায় কারণে আরও উত্তেজিত হইয়া রাস্তায় পাইলেই গালি-গালাজ করিতে থাকেন। এছাড়া এরপর হইতে বিদ্যালয়ে পড়ুয়া দুই ছাত্রকে মানষিকভাবে আঘাত করিতে থাকেন এং বিদ্যালয়ের ক্লাশরুমে দুই ছাত্রকে প্রথম বেঞ্চে থেকে উঠিয়ে শিক্ষক জিয়াউর পিছনের বেঞ্চে পাঠিয়ে দেন।

এলাকায় কোন বিচার না পেয়ে নিরুপায় হয়ে অভিভাবক ফজল মিয়া বুধবার (৪ মার্চ)নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসার বরাবরে ঘটনার প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

উল্লেখ্য শিক্ষক জিয়াউর রহমানের বাড়ী স্কুলের পাশাপাশি হওয়ায় কারনে প্রায়দিনই ১১ টা বা ১১.৩০ মিনিটে বিদ্যালয়ে মনগড়াভাবে আসা যাওয়া এবং বিভিন্ন অভিভাবকদের প্রতি অসাদাচারন করার অভিযোগ রয়েছে। অভিভাবকদের প্রশ্ন ঐ শিক্ষককের খুটির জোর কোথায়? ঘটনার সুষ্ট বিচার দাবী করে ঐ শিক্ষককে অচিরেই অন্যত্র বদলী করার জন্য নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসারের নিকট জোর দাবী জানিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম বলেন, এ ব্যাপারে আমি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে ঐ শিক্ষক দোষী সাব্যস্থ হলে ব্যবস্থা নেব।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com