মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা: বাহুবলে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের (৩০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার সাটিয়াজুরী রেলষ্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
রশিদপুর এলাকার রেলওয়ে টিম্যান রুবেল আহমেদ তরফ নিউজকে জানান, ঢাকা-সিলেট রেলসড়কের উপজেলার সাটিয়াজুরী এলাকায় মঙ্গলবার সকালে সাদা রঙ্গের সুয়েটার গায়ে অর্ধালুঙ্গ অবস্থায় মানষিক প্রতিবন্ধী এক যুবক রেললাইনের উপড় দিয়ে হাঁটছিল। এমতাবস্থায় সকাল সাড়ে ৯ টার দিকে সাটিয়াজুরী রেলগেইটের পূর্বদিকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে গিয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে পাঠায়।