শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

সিলেটের সেই প্রবাসীর দেহে মেলেনি করোনা ভাইরাস

তরফ নিউজ ডেস্ক : সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি সেই প্রবাসী যুবক করোনা ভাইরাসে আক্রান্ত নয় বলে জানিয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একটি সূত্র।

হাসপাতাল সূত্র বলছে, ঢাকা থেকে রিপোর্টটি এখন সিলেটে এসে পৌঁছায় নি। আগামীকাল রোববার সকালে সিলেটে রিপোর্টটি পৌঁছানোর কথা রয়েছে। তবে পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায় নি বলে জানানো হয়েছে।

একই সাথে আগামীকাল রোববার (৮ মার্চ) তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের একটি সূত্র। তবে তার আগে তাকে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। অন্য কোন সমস্যা থাকলে থাকে চিকিৎসা দেয়া হতে পারে। সেজন্য হয়তো আরোও কয়েকদিন হাসপাতালে রাখা হতে পারে।

এদিকে দুবাই প্রবাসী কানাইঘাটের এই যুবকের সাথে সেলফি তুলা চিত্র সাংবাদিক আজমল আলীকে আর পরীক্ষা-নিরীক্ষা করা হবে না বলেও জানানো হয়েছে। কারণ যুবকের যেহেতু করোনা নেই, সেহেতু তারও করোনা হওয়ার সম্ভাবনা নাই।

আর সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, কানাইঘাটের ওই যুবকের অবস্থা আগের চাইতে একটু ভালো। সে এখন ঘন ঘন কাশছে না এবং জ্বরের মাত্রাও একটু কম।

এর আগে ২৯ ফেব্রুয়ারি ওই প্রবাসী দুবাই থেকে দেশে ফেরেন। এরপর তিনি জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হন। এর চিকিৎসা নিতে বুধবার (৪ মার্চ) দুপুরে তিনি রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে তাকে ঢাকায় যাওয়ার পরামর্শ দেয়া হয়।

কিন্তু তিনি ঢাকায় না গিয়ে নগরের একটি বাসায় অবস্থান করেন। পরে রাতে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা নিতে গেলে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টাইনের জন্য পাঠানো হয়।পরে বৃহস্পতিবার (৫ মার্চ) প্রবাসীর রক্ত সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। সেই পরীক্ষার রিপোর্ট আগামীকাল রোববার (৮ মার্চ) সিলেটে এসে পৌঁছানোর কথা রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com