সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০১:২২ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে ‘পরিচ্ছন্নতা অভিযান’ কর্মসূচী পালন করা হয়েছে। বৃস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টায় “পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ স্লোগানকে সামনে রেখে উপজেলার প্রধান প্রধান সড়কে এ কর্মসূচী পালন করা হয়।
বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। এছাড়াও কর্মসূচীতে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ প্রমুখ।