শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

বাহুবলে অবৈধভাবে মাটি বিক্রি, ২ লক্ষ টাকা জরিমানা

বাহুবল ( হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির দায়ে বজলু মিয়া নামে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট।

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ দন্ডাদেশ দেওয়া হয়।

জানা যায়, উপজেলার লামাতাশী ইউনিয়নের দ্বিমুড়া হাফিজপুর এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এসকেবেটর জব্ধ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল । পরে সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মোবাইল কোর্ট বসিয়ে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অপরাধে এসকেবেটরের মালিক উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের বজলু মিয়া নামে মাটি ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহযোগীতায় ছিল বাহুবল মডেল থানা পুলিশের একটি টিম।

উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) খৃস্টফার হিমেল রিছিল বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com