শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

বাহুবলে অবৈধভাবে মাটি বিক্রি, ২ লক্ষ টাকা জরিমানা

বাহুবল ( হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির দায়ে বজলু মিয়া নামে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট।

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ দন্ডাদেশ দেওয়া হয়।

জানা যায়, উপজেলার লামাতাশী ইউনিয়নের দ্বিমুড়া হাফিজপুর এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এসকেবেটর জব্ধ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল । পরে সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মোবাইল কোর্ট বসিয়ে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অপরাধে এসকেবেটরের মালিক উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের বজলু মিয়া নামে মাটি ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহযোগীতায় ছিল বাহুবল মডেল থানা পুলিশের একটি টিম।

উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) খৃস্টফার হিমেল রিছিল বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com