শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ৩ কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাহুবলে স্মার্ট এনআইডি কার্ড বিতরণের জন্য জনবল নিয়োগ বিজ্ঞপ্তি বাহুবলে দুই মাস ধরে নিখোঁজ রবিউলের সন্ধান চায় পরিবার যে কারণে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেয় সোহাগ ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার পিএসসির প্রশ্নফাঁস: দায় স্বীকার করে ৭ জনের জবানবন্দি, ১০ জন কারাগারে দেশের সম্পদ বেচে মুজিবের মেয়ে ক্ষমতায় আসে না: প্রধানমন্ত্রী ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, প্রতিবাদে বাহুবলে মানববন্ধন

বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত

কর্মীসভায় উপস্থিত আওয়ামী লীগ নেতৃবৃন্দ

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ডিসেম্বর) বেলা ১১টায় বানিয়াচং আমবাগান উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আমীর হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন খানের পরিচালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং-আজমিরীগঞ্জ (হবিগঞ্জ-২) আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান এমপি।

কর্মীসভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য সাবেক পৌর মেয়র শহীদ উদ্দিন চৌধুরী,সদস্য সচিব ও জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এড. লুৎফুর রহমান তালুকদার।

বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট আবু সালেহ চৌধুরী, সহসভাপতি শেখ সামছুল হক, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক সজীব আলী, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি শরীফ উল্লাহ, জেলা কৃষকলীগের সভাপতি হুমায়ুন কবির রেজা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এহিয়া চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মাহি প্রমুখ।

বক্তারা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সভানেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা সংকীর্ণ ভেদাভেদ ভুলে স্বাধীনতার প্রতীক নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে তৃণমুল পর্যায়ে গণসংযোগ বৃদ্ধির আহবানও জানান।

কর্মীসভায় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগ এবং ১৫টি ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com