শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি : চির নিদ্রায় শায়িত হলেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক ( পৈলের সাব)। শুক্রবার বিকাল ৩ টা১০ মিনিটে পৈল নতুন বাজার মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।
জানাজার নামাজে ইমামতি করেন মহুমের ছোট ভাই সৈয়দ সাজিদুল হক পীর সাহেব।পরোপকারী এই নেতাকে শেষ বিদায় জানাতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে জমায়েত হন কয়েক হাজার মানুষ। লোকে লোকারণ্য হয়ে ওঠে পৈল নতুন বাজার।
হবিগঞ্জ জেলা আ’লীগের সভাপতি হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির, বিচার প্রতি সৈয়দ গোলাম দস্তগীর, বানিয়াচং আজমিরিগঞ্জ আসনের সাংসদ এডভোকেট আব্দুল মজিদ খান এমপি,পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, বাহুবল নবীগঞ্জ আসনের সাংসদ আলহাজ্ব শাহ নেওয়াজ মিলাদ গাজী এমপি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাধারণ সম্পাদক হোসাইন মোঃ আদিল জজ মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান সহ জানাজায় সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, সৈয়দ আহমদুল হক (পৈলের সাব) ছিলেন বিশিষ্ট শালিস বিচারক,পরোপকারী সমাজসেবক এবং হবিগঞ্জ সদর উপজেলা থেকে কয়েকবারের নির্বাচিত সফল চেয়ারম্যান।
গত রাত দেড়টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার মৃত্যুতে রাজনৈতিক দলীয় নেতাকর্মী, আইনজীবী এবং হবিগঞ্জ শহরের শুভাকাঙ্খীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।