বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন

বাহুবলে জাপা প্রার্থী আতিকের আগমণকে স্বাগত জানিয়ে বিশাল মিছিল

নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবলে জাপা প্রার্থী আতিকুর রহমান আতিকের আগমণকে স্বাগত জানিয়ে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা জাতীয় পার্টির উদ্যোগ আয়োজিত মিছিলটি বাহুবলের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মধ্য বাজারে এক পথ সভায় মিলিত হয়।

বাহুবল উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এম এ জলিল তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল আহাদ মেম্বারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাতকাপন ইউনিয়নের চেয়ারম্যান শাহ আব্দাল মিয়া তালুকদার, উপজেলা জাপার যুগ্ম আহ্বায়ক সৈনিক আব্দুল জব্বার ও সৈয়দ আলী, সদস্য রিমন আখঞ্জী, উপজেলা জাপার সাবেক সহ-সভাপতি সামছুল হক, উপজেলা জাপার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. এমদাদুল হক সবুজ, উপজেলা যুব সংহতির আহ্বায়ক আসাদুজ্জামান পাকু, সদস্য সচিব হাকিম আশরাফ আলী, উপজেলা শ্রমিক পার্টির সভাপতি আকবর আলী, উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক আলী মর্তুজা সাজু, সাতকাপন ইউপি যুব সংহতির সভাপতি মোঃ বশির মিয়া, সাধারণ সম্পাদক রুমন মিয়া, যুবনেতা নূরুল আমীন, হেলাল মিয়া, আলী আশরাফ, ফজল মিয়া, হাবিবুর রহমান প্রমুখ।

সভাপতির বক্তব্যে এম এ জলিল তালুকদার বলেন, হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে জাপা মনোনিত লাঙ্গল প্রতীকের প্রার্থী শিল্পপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিক বুধবার দুপুরে বাহুবলে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এ সময় তিনি বাহুবল, ডুবাঐ, পুটিজুরী, দ্বিগাম্বর, মিরপুরসহ বিভিন্ন বাজারে পথ সভায় বক্তব্য রাখবেন। তার এ আগমণকে স্বাগত জানিয়ে বুধবার বিশাল মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। মোটর শোভাযাত্রাকে সফল করতে উপজেলা জাতীয় পার্টিসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com