শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:১০ পূর্বাহ্ন
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : “মজিববর্ষের অঙ্গীকার, সুরক্ষিত ভোক্তা অধিকার” এ প্রতিপাদ্য নিয়ে রোববার কুমিল্লার লাকসামে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও কনজ্যুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লাকসাম আঞ্চলিক শাখার সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারি কমিশনার (ভুমি) উজালা রানী চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্যাবের লাকসাম আঞ্চলিক সভাপতি কাজী মাসউদ আলম, সহ সভাপতি আজিম উদ্দিন মাকসুদ, সাধারন সম্পাদক আরিফুর রহমান স্বপন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রসাদ কুমার ভাওয়াল, পরিসংখ্যান কর্মকর্তা জান্নাতুল বাকী, পল্লী উন্নয়ন কর্মকর্তা শরীফ মজুমদার, দুপ্রক সভাপতি মুজিবুর রহমান দুলাল, ক্যাবের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাহীন, অর্থ সম্পাদক নুরুল আলম সুমন, আইন বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন, নির্বাহী সদস্য ফারুক আল শারাহ, দেলোয়ার হোসেন মনির, সদস্য এম আর মানিক, আবদুল মান্নান মজুমদার, জাহিদুল হক, ফরহাদ ইসলাম মজুমদার রনি প্রমূখ।
আলোচনা সভা শেষে একটি বর্নাঢ্য র্যালী বের হয়।