বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : ব্যাটারি চালিত অটোরিকসার নাম্বার প্লেইট প্রদানসহ ৭ দফা দাবিতে জেলা প্রশাসক ও পৌর মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিক ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন হবিগঞ্জ জেলার উদ্যোগে রবিবার দুপুরে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্বারকলিপিতে ব্যাটারি চালিত অটোরিকসার নাম্বার প্লেইট প্রদানের আগে রিক্সা আটক বন্ধ রাখা, আটক রিক্সা ও ব্যাটারি অবিলম্বে ফেরত প্রদান, শ্রমিকদের প্রশাসনিক হয়রানী বন্ধ, দূরত্ব অনুযায়ী অটোরিক্সার ভাড়া নির্ধারণের চার্ট প্রদানসহ ৭ দফা দাবি উল্লেখ করা হয়।
স্মারকলিপির অনুলিপি সদর মডেল থানার ওসি ও ট্রাফিক ইনচার্জ এর কাছে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা হিরা মিয়া, গণি মিয়া, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন হবিগঞ্জ জেলার আহবায়ক শফিকুল ইসলাম, এডভোকেট কামরুল ইসলাম, রাইমুল ইসলাম চৌধুরী, ছালেক মিয়া, কালা মিয়া, জাহির মিয়া, জজ মিয়া, আদিত্য রায় সানিসহ শ্রমিক নেতৃবৃন্দ।