মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:১২ অপরাহ্ন
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বানিয়াচংয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বানিয়াচং প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি হেমায়েত আলী খান ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিলের নেতৃত্বে মঙ্গলবার (১৭মার্চ ) সকাল সাড়ে নয়টায় বানিয়াচং উপজেলা পরিষদ মাঠে নির্মিত জাতির পিতার প্রতিকৃতিতে এই এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন, কোষাধ্যক্ষ ও দৈনিক সময়ের আলো পত্রিকার বানিয়াচং প্রতিনিধি আশিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ও দৈনিক দেশজমিন পত্রিকার বানিাচং প্রতিনিধি দেওয়ান শোয়েব রাজা, সম্মানিত সদস্য ও দৈনিক মানবজমিন পত্রিকার বানিয়াচং প্রতিনিধি মখলিছ মিয়া, সদস্য ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি জীবন আহমেদ লিটন, সদস্য ও সিলেটভিউ টোয়েন্টিফোর ডটকমের বানিয়াচ প্রতিনিধি প্রভাষক জসিম উদ্দিন, সদস্য ও দৈনিক বাংলাদেশ টুডে’র বানিয়াচং প্রতিনিধি আতাউর রহমান মিলন, সদস্য ও বাংলাটিভির বানিয়াচং প্রতিনিধি আল আমিন খান, এনটিভি বানিয়াচং প্রতিনিধি আক্তার হোসেন আলহাদি ও আখলিছুর রহমান সাগর।
অন্যদিকে বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে পুস্পপস্তবক অর্পণের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য ও বেসরকারি প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি। জাতির পিতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইদুর রহমান।
পরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বানিয়াচং থানা পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, বানিয়াচং ফায়ার সার্ভিস, জনাব আলী সরকরি কলেজ, বানিয়াচং আইডিয়াল কলেজ, সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ডা:ইলিয়াছ একাডেমি, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়, মহারত্নপাড়া এসইএসডিপি উচ্চ বিদ্যালয়, প্রাথমিক শিক্ষক সমিতি, আমবাগান উচ্চ বিদ্যালয়, বানিয়াচং স্কাউটসহ বিভিন্ন বেসরকারি সংস্থা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আনুষ্ঠানিকভাবে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জন্মশতবার্ষিকীর শুভ উদ্বোধন করেন আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার,উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টার,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান প্রমুখ।
শেষে উপজেলা পরিষদ হলরুমে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন এমপি মজিদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।