মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৯:১১ অপরাহ্ন

সিলেটে সমাবেশ করবে না ঐক্যফ্রন্ট

তরফ নিউজ ডেস্ক: সিলেটে সমাবেশ নয়, শুধু মাজার জিয়ারত করেই আসন্ন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

পূর্ব ঘোষণা অনুযায়ী, বুধবার (১২ ডিসেম্বর) দুপুর ২টায় নগরের রেজিস্ট্রারি মাঠে ড. কামাল হোসেনের নেতৃত্বে সমাবেশ হওয়ার কথা ছিলো। তবে সমাবেশ না করে শুধু মাজার জিয়ারত করেই সিলেটে প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাবেন ঐক্যফ্রন্ট নেতারা।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক বলেন, জনসভার প্রস্তুতি থাকলেও তা হচ্ছে না। কেবল গণসংযোগ করবেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।

তবে মাজার জিয়ারত শেষে গণসংযোগের সময় নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন নেতারা।

ড. কামাল ছাড়াও ঐক্যফ্রন্ট নেতা আ স ম আব্দুর রব, কাদের সিদ্দিকী, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়সহ জোটের শীর্ষ নেতারা সিলেটে আসছেন বলে জানা গেছে।

এরআগে গত ২৪ অক্টোবর সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে সমাবেশের মধ্যদিয়ে যাত্রা শুরু করে জাতীয় ঐক্যফ্রন্ট।

সূত্র: বাংলানিউজ

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com